Floating Facebook Widget

শুরুতে বাড়ছে সূচক - Deshi News

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকে ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪ পয়েন্টে স্থির হয়।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয় মোট ৪৯ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৩০২ কোটি ৭৮ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ইস্টার্ন হাউজিং, বেক্সিমকো, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসি, গ্রামীণফোন, সিএমসি কামাল, বিএসসিসিএল ও ফ্যামিলিটেক্স।


অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৩৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২২৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির দাম।

এ সময়ে লেনদেন হয় মোট ৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩১ কোটি ১৩ লাখ টাকা।              

শেয়ারবাজার