Floating Facebook Widget

২১ কোম্পানির আড়াই হাজার কোটির টাকার লোকসান - Deshi News

ডিএসই সূত্রে জানা যায়, আলোচিত ২১টি কোম্পানির পরিশোধিত মূলধন ২ হাজার ৭৮৫ কোটি ৪০ লাখ টাকা। আর তাদের পুঞ্জিভূত লোকসান ২ হাজার ৩৪১ কোটি ৫৫ লাখ টাকা। ঝুঁকিতে থাকা কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংকিং খাতের আইসিবি ইসলামী ব্যাংক, প্রকৌশল খাতের আজিজ পাইপস, বিডি অটোকারস, রেনউইক যজ্ঞেশ্বর, আনোয়ার গ্যালভানাইজিং, কে অ্যান্ড কিউ। খাদ্য ও আনুষঙ্গিক খাতের জেমিনী সী ফুড, জিল-বাংলা সুগার, শ্যামপুর সুগার, রহিমা ফুড, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক। পাট খাতের জুট স্পিনার্স, নর্দার্ন জুট। বস্ত্র খাতের দুলামিয়া কটন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ। ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশন, ইমাম বাটন। সিমেন্ট খাতের লাফার্জ সুরমা সিমেন্ট। ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজ। বিবিধ খাতের বিএসসি।

এদের মধ্যে ব্যাংকিং খাতের আইসিবি ইসলামী ব্যাংকের পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ১হাজার ৫৯৮ কোটি ৯৭ লাখ টাকা। প্রকৌশল খাতের আজিজ পাইপসের ৩৫ কোটি ৯১ লাখ টাকা, বিডি অটোকারসের ১ কোটি ৫৭ লাখ টাকা, রেনউইক যজ্ঞেশ্বরের ৮ কোটি ২৫ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৫১ লাখ টাকা, কে অ্যান্ড কিউর ৩ কোটি ৬৮ লাখ টাকা । খাদ্য ও আনুষঙ্গিক খাতের জেমিনী সী ফুডের ১ কোটি ৭৩ লাখ টাকা, জিল-বাংলা সুগারের ১৩৮ কোটি ৮০ লাখ টাকা, শ্যামপুর সুগারের ২০১ কোটি ৭৭ লাখ টাকা, রহিমা ফুডের ১১ কোটি ১০ লাখ টাকা, মেঘনা পিইটির ১৩ কোটি ৮২ লাখ টাকা, মেঘনা কনডেন্স মিল্কের ৫৩ কোটি ৯২ লাখ টাকা। পাট খাতের জুট স্পিনার্সের ৮ কোটি ৪৮ লাখ টাকা, নর্দার্ন জুটের ৪ কোটি ৮০ লাখ টাকা। বস্ত্র খাতের দুলামিয়া কটনের ২৯ কোটি ৯৮ লাখ টাকা, অলটেক্স ইন্ডাস্টিজের ৯ কোটি ১২ লাখ টাকা। ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশন৬ কোটি ১১ লাখ টাকা, ইমাম বাটনের ৪ কোটি ২০ লাখ টাকা। সিমেন্ট খাতের লাফার্জ সুরমা সিমেন্টের ৫৬ কোটি ৯৩ লাখ টাকা। ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজের ১৭ কোটি ১০ লাখ টাকা। বিবিধ খাতের বিএসসি এর ১৩২ কোটি ৮০ লাখ টাকা।


শেয়ারবাজার