Floating Facebook Widget

ডিএসই ৭ ও সিএসই ১৩ মাস পেছাল - Deshi News

দেশের দুই পুঁজিবাজারেই ধারাবাহিকভাবে সূচকের পতন চলছে। একই সঙ্গে কমছে টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাত মাসে আগের অবস্থানে দাঁড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন দাঁড়িয়েছে ১৩ মাসে আগের অবস্থানে।
রোববার ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১৮২ কোটি ৮১ লাখ টাকা। ডিএসইতে এ লেনদেন সাত মাস ৪ দিন বা ১৪৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে ডিএসইতে গত বছরের ২১ অক্টোবর লেনদেন হয়েছিল ১৬৭ কোটি ১১ লাখ টাকার।
দেশের অপর পুঁজিবাজার সিএসইতে ৭ মাস ৫ দিন বা ১৪৫ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে সিএসইতে গত বছরের ২০ অক্টোবর লেনদেন হয়েছিলো ১২ কোটি ৩ লাখ টাকার।
দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৩৭৮.২৫ পয়েন্টে। ডিএস-৩০ মূল্য সূচক ২.২৩ পয়েন্ট কমে ১৫৮৭.৩৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ০.৭১ পয়েন্ট বেড়ে ৯৭৩.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৯১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৮২ কোটি ৮১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৫ কোটি ৯৮ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, হা-ওয়েল টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, মিথুন নিটিং, ডেল্টা লাইফ ও মতিন স্পিনিং ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ৭ম আইসিবি, বিএসআরএম স্টিল, প্রোগ্রেসিভ লাইফ, মাকেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, জিপিএইচ ইস্পাত, আল-হাজ্ব টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, ইউনিক হোটেল ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ৪র্থ আইসিবি, ডিবিএইচ ফাস্ট এম.এফ., কোহিনুর কেমিক্যাল, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা, জুট স্পিনারস, এমবিএল ফাস্ট এম.এফ., রেকিটবেনকিজার, ১ম আইসিবি ও আনোয়ার গ্যালভানাইজিং।

এদিকে সিএসইতে সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৪৬ পয়েন্টে। সিএসইতে মোট ১৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।

শেয়ারবাজার