Floating Facebook Widget

দিল্লিতে মুসলিমদের হত্যা করা হচ্ছে: জাকির নায়েক - Deshi News

বুধবার২৬ ফেব্রুয়ারি ২০২০,দেশীনিউজমালয়েশিয়াতে নির্বাসিত ভারতের নাগরিক ধর্মীয় বক্তা জাকির নায়েক ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, দিল্লিতে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। শুধু তারা মুসলিম হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদের দোকান, বাড়িঘর লুট করে পুড়িয়ে দেয়া হয়েছে। মসজিদ ভাংচুর করা হয়েছে। কমপক্ষে ২০ জন মুসলিমকে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে ১০০। ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতপুষ্ট নিষ্পেষণ নতুন এক নিম্নতম পর্যায়ে পৌঁছেছে। এখনই কি সময় নয় আমাদের নির্যাতিত ভাই ও বোনদের পক্ষে কথা বলার জন্য আমাদেরকে একটি জাতি (উম্মাহ) হিসেবে ঐক্যবদ্ধ হওয়া?

দেশীনিউজ /জেএ

ইসলাম