Floating Facebook Widget

ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত - Deshi News

মঙ্গলবার১১ ফেব্রুয়ারি ২০২০দেশীনিউজইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মর্তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর অ্যাচিভিং টার্গেট শীর্ষক কর্মশালা ৫ ফেব্রুয়ারি ২০২০, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এর আগে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ব্রডেনিং আউটলুক অ্যান্ড অ্যাবিলিটি টুওয়ার্ডস এক্সিলেন্স বিষয়ক সেশন পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন-এর সভাপতিতে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম. জুবায়ের আজম হেলালী। কর্মশালায় আরো বক্তব্য প্রদান করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম ও মুহাম্মদ শাব্বির এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গ্রাম-বাংলার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প। ইতোমধ্যে সারাদেশে ২৫ হাজার গ্রামে ১২ লক্ষ আরডিএস গ্রাহকের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা। চলতি বছরেই আরডিএস গ্রাহকসংখ্যা ক্রমাগত বৃদ্ধির মাধ্যমে ২০২৫ সালের মধ্যে দেশের ৮৭ হাজার গ্রামে এ সেবা পৌঁছে দিতে তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। 

দেশীনিউজ/মোঃ নুরুল আমান চৌধুরী

অর্থ ও বাণিজ্য