Floating Facebook Widget

ফুটবল যাদুকর পেলে প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন - Deshi News

৪ এপ্রিল ২০১৯,বৃহস্পতিবার,দেশীনিউজজলবায়ু পরিবর্তন ইস্যুতে সারা বিশ্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। আর এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়েছেন তিনি।

জানা যায়, টুর্নামেন্টটির নাম ভাবা হয়েছে ‘পেলে আর্থ কাপ’। পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আলম ভুঁইয়ার মাধ্যমে  এই টুর্নামেন্ট সংক্রান্ত চিঠি এবং ভিডিও একটি বার্তা পেলে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। সেখানেই তিনি তার ফুটবল টুর্নামেন্টের বিশেষ বোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

৭৮ বছর বয়সী ফুটবল যাদুকর সে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছেন সেখানে তিনি সারাবিশ্বের ফুটবলারপ্রেমীদের সম্পৃক্ত করতে চাচ্ছেন। জলবায়ু পরিবর্তন ইস্যুতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সারা বিশ্বে শান্তি ফেরাতে ফুটবলের স্পিরিটকে কাজে লাগানোই তার লক্ষ্য বলে জানানো হয়েছে।

দেশীনিউজ/গেয়াস উদ্দিন


খেলাধুলা