Floating Facebook Widget

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী - Deshi News

২৩ মার্চ ২০১৯,শনিবার,দেশীনিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। গতকাল শুক্রবার বিকেলে সেখানে যান অর্থমন্ত্রী। এ সময় তিনি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জনানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালের লবিতে অর্থমন্ত্রীর সঙ্গে ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (২০ মার্চ) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে মন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।

দেশীনিউজ/শফিকুল ইসলাম


রাজনীতি