Floating Facebook Widget

সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন এরশাদ - Deshi News

১০ ফেব্রুয়ারী ২০১৯, রবিবারদেশীনিউজ: আজ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিচ্ছেন বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এপিএস মঞ্জুরুল ইসলাম। এর আগে, এরশাদের বিশেষ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব:) খালেদ আক্তার বলেন, জাপা চেয়ারম্যান এখন বেশ সুস্থ। হুইল চেয়ার ব্যবহার করছেন না তিনি।

জাতীয় পার্টির অপর এক প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান বলেন, এরশাদ এখন শঙ্কামুক্ত। তাই আজ সংসদ অধিবেশনে যোগদান করার কথা রয়েছে তার।

গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে লাঙ্গল প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। দশম সংসদে সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে জাপা সদস্য থাকায় বিরোধী দলের ভূমিকা নিয়ে নানা মহল থেকে সমালোচনা সইতে হয়েছে এরশাদকে। তাই এবার সরকার গঠনের আগেই জানিয়ে দেন সরকারে নয় শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে জাপা।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরুষ্কুশ সংগরিষ্ঠতা পাওয়ায় সরকার গঠন করে। আর দ্বিতীয় সর্বোচ্চ আসনে বিজয়ী জাতীয় পার্টি থাকছে বিরোধী দলে।

গত ৩ জানুয়ারি আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্য দলের নির্বাচিত সদস্যরা শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি এরশাদ। পরে ৬ জানুয়ারি স্পিকারের অফিসে শপথ নেন এরশাদ। সেদিন বিরোধী দলীয় নেতাকে হুইল চেয়ারে বসে বের হতে দেখা যায়। এরপর ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, আবারও অসুস্থ হয়ে পড়েন এরশাদ। পরে চিকিৎসা নিতে যান সিঙ্গাপুর। সেখান থেকে গত ৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন এরশাদ।

দেশীনিউজ/দুলাল হোসেন/ ইস্টাফ রিপোর্টার


জাতীয়