Floating Facebook Widget

আবারো চলচ্চিত্রে মোশাররফ করিম - Deshi News

৩১ জানুয়ারি ২০১৯,বৃহস্পতিবার,দেশীনিউজ: মোশাররফ করিম ছোট কিংবা বড় দুই পর্দাতেই যিনি তার অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন বহুবার। সেই ধারাবাহিকতায় এবার আবারো নতুন চলচ্চিত্র নিয়ে বড় পর্দায় হাজির হবেন এই জনপ্রিয় অভিনেতা।

সম্প্রতি নির্মাতা ওয়াজেদ আলী সুমনের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। আগামী মার্চ থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। ‘রঙিন ফানুস’ শিরোনামে এই ছবির চিত্রনাট্য লিখছেন ফেরারী ফরহাদ।

ছবিটি নিয়ে ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আমি চলচ্চিত্রের মধ্যে চমক রাখতে চেষ্টা করি। এই ছবিতে আমার বিশেষ চমক মোশাররফ করিম। আমাদের দেশের গুণী একজন শিল্পী তিনি। যেকোনো চরিত্র সাবলিল ভাবে ফুটিয়ে তুলেন তিনি। অনেক ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই ছবিতে নতুন রূপে মোশাররফ করিমকে দেখতে পাবেন সবাই।’

মোশাররফ করিম ছাড়াও ছবিটিতে আরো কারা অভিনয় করবেন জানতে চাইলে পইচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘এখনি কিছু বলতে চাচ্ছি না শিগগিরই সংবাদ সম্মেলন করে ছবির সব শিল্পীর নাম ঘোষণা করব।

দেশীনিউজ/শহিদ উল্লাহ বাবলু


বিনোদন