Floating Facebook Widget

ভাইরাল সারা আলি খানের নাচ - Deshi News

২০ জানুয়ারি ২০১৯রবিবার ,দেশীনিউজ: পর্দায় অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন সারা আলী খান। অভিষেক ছবি ‘কেদারনাথ’-এ তার পারফরম্যান্স নজর কেড়েছে দর্শকের। দ্বিতীয় ছবি ‘সিম্বা’ বক্স অফিসে ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। এই সারার ব্যক্তি জীবনও কিন্তু রঙিন।

অভিনয়ের পাশাপাশি নাচও সারার পছন্দের বিষয়। অনস্ক্রিনে তার নাচ ‘সিম্বা’-এ দেখেছেন সকলে। অফস্ক্রিনে সেই নাচে যেন এক অন্য মাত্রা যোগ হলো। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানের জন্য নাচ প্র্যাকটিস করছিলেন সারা। সেই ভিডিওই এখন সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকার শীর্ষে।

শোনা যাচ্ছে, পরের ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া। ‘কুলি নং ওয়ান’-এর রিমেক হতে পারে সেই ছবি। মূল ছবিটি ছিল নাচে, গানে ভরপুর। রিমেকেও সেই স্বাদ পরিচালক ডেভিড ধাওয়ান রাখার চেষ্টা করবেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। সে ছবিতেও সারার পারফরম্যান্সের জন্য অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা।

দেশীনিউজ/মাহিবুর রহমান


বিনোদন