Floating Facebook Widget

পাঁচ রোহিঙ্গাকে ফেরত নিলো মিয়ানমার - Deshi News

১৫ এপ্রিল ২০১৮,রবিবার,দেশীনিউজমিয়ানমার সরকার সাত লাখ মুসলিম রোহিঙ্গার মধ্য থেকে পাঁচজনকে ফেরত নিয়েছে। দেশটি এমন সময় তাদের ফিরিয়ে নিয়ে গেল; যখন জাতিসংঘ বলছে, বাস্তুচ্যূত সংখ্যালঘু রোহিঙ্গাদের জন্য রাখাইন এখনো অনিরাপদ।

রবিবার মিয়ানমার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের শরর্ণার্থী ক্যাম্পে পালিয়ে যাওয়া পাঁচ সদস্যের একটি পরিবারকে রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে ফিরিয়ে আনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তারা দেশে বসবাস করে কিনা, তা নির্ধারণের জন্য একটি জাতীয় যাচাইকরণ কার্ড প্রদান করা হয়। যা রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয় না।

বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমার রোহিঙ্গাদের অস্বীকার করে আর সেখানে তারা যুগ যুগ ধরে নির্যাতনের স্বীকার হয়ে আসছে। তাদের ওপর নির্যাতন না করার বিষয়টি, নিশ্চিত না করেই প্রত্যাবাসন শুরু হয়েছে।

এর কারণে রোহিঙ্গাদের মিয়ানমারে অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হতে হবে মনে করছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা।

সূত্র: ইউএনবি

প্রবাস