Floating Facebook Widget

যুক্তরাষ্ট্রে ফুটওভার ব্রিজ ধসে নিহত ৪ - Deshi News

১৬ মার্চ ২০১৮,শুক্রবার,দেশীনিউজযুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফুটওভার ব্রিজ ধসে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। খবর বিবিসি।

উদ্ধারকারী দল বৃহস্পতিবার রাতে ধসে পড়া ব্রিজের আশপাশে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়েছে। সেখানে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে ফুটওভার ব্রিজটি ধসে পড়ে। সে সময় ব্রিজের নিচে থাকা কমপক্ষে ৮টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়।

দুর্ঘটনার সময় ব্রিজের নিচে ঠিক কতজন ছিল তা এখনও পরিস্কার নয়। 

বৃহস্পতিবার রাতে মিয়ামি দেদ ফায়ারের প্রধান ডেভ ডাওনি জানিয়েছেন, তিনি কমপক্ষে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছেন। কমপক্ষে ১০ জনকে কেনডাল রিজিওনাল মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশীনিউজ/আবু ইউসুফ

বিশ্ব সংবাদ