খালেদার জামিনের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল - Deshi News

১৫ মার্চ ২০১৮,বৃহস্পতিবার,দেশীনিউজ: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে বুধবার আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত চাওয়ায় দুদককে লিভ টু আপিল দায়ের করতে নির্দেশ দেন।
একই সঙ্গে আগামী রোববার পর্যন্ত খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন।
আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘আমরা খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে হাইকোর্টে শুনানি করেছি। এ আদেশের বিরুদ্ধে আমরা অসন্তুষ্ট হয়েছি। আমরা এই আদেশের বিরুদ্ধে আজ লিভ টু আপিল দায়ের করেছি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।
রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর পর ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদনে তারা ৪৪টি যুক্তি তুলে ধরেন।
সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার দুদক ও রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলেও চেম্বার জজ আদালত কোনো আদেশ দেননি।
দেশীনিউজ/দুলাল হোসেন
অফিস আদালত
- ডিএমপি’তে উপ-পুলিশ কমিশনার পদে বদলি
- খালেদা জিয়ার এখন আর মুক্তি পাওয়া সম্ভব নয়
- খালেদার জামিনের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল
- এমন রায় নজিরবিহীন
- প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
- খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত
- দুদক খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়েছে
- বিজিবির মহাপরিচালককে প্রত্যাহার
- বার নির্বাচনে জয়নুল ও খোকনের পক্ষে থাকার অঙ্গীকার
- খন্দকার মোশাররফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ
- বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের ৫৭তম শক্তিধর মিলিটারি
- আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে মামলা
- জাফর ইকবালের ওপর হামলাকারী জঙ্গিবাদে বিশ্বাসী
- আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মিয়ানমার সেনা সমাবেশ করছে
- বিলম্ব না করা হলে আজই হাইকোর্টে নথিপত্র চলে আসবে
- খালেদা জিয়ার জামিনের সময় বাড়ল
- আগামী রোববার বেগম খালেদা জিয়া মুক্ত হবেন ইনশাআল্লাহ:মওদুদ আহমদ
- কড়া নিরাপত্তা শহীদ মিনার এলাকায়
- ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা
- খালেদা জিয়ার বেশি সাজা হওয়া উচিত