Floating Facebook Widget

নরসিংদীর শিবপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন - Deshi News

০৭ মার্চ ২০১৮,বুধবার,দেশীনিউজইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ৫ মার্চ ২০১৮ নরসিংদীর শিবপুর উপজেলার কলেজগেট সোহাগ শপিং কমপ্লেক্সে উদ্বোধন করা হয়। শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মো. হারুনুর রশিদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। 

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান ড. এম কামাল উদ্দিন জসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক শামছুল আলম ভূঁইয়া রাখিল ও শিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মনোহরদী শাখাপ্রধান মোঃ নাসির উদ্দিন। ব্যাংকের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার কাজী ইসমাইল হোসেন পাভেলসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। 

দেশীনিউজ/আফতাফ উদ্দিন


অর্থ ও বাণিজ্য