Floating Facebook Widget

অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত - Deshi News

০৩ মার্চ ২০১৮,শনিবার,দেশীনিউজশিক্ষাবিদ, লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আটক করা হয়েছে।

আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। তাকে একবার ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

জানা গেছে, আহত মুহম্মদ জাফর ইকবালকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি আবদুল ওহাব সাংবাদিকদের বলেন, অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

দেশীনিউজ/সুমন দাস

অপরাধ জগৎ