Floating Facebook Widget

ভিয়েতনামের প্রেসিডেন্ট তিনদিনের সফরে কাল ঢাকা আসছেন - Deshi News

০৩ মার্চ ২০১৮,শনিবার,দেশীনিউজতিনদিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং আগামীকাল ঢাকা আসছেন। এ সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়া হবে। বাংলাদেশ রোহিঙ্গা সঙ্কট নিরসনে মিয়ানমারের প্রতিবেশী রাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সদস্য ভিয়েতনামের সহায়তা চাইবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভিয়েতনামের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে ভিয়েতনামের প্রেসিডেন্ট হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আসবেন। ঢাকায় অবস্থানকালে তিনি সেখানেই থাকবেন। বিকেল সাড়ে পাঁচটায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভিয়েতনাম প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করবেন।

পরদিন সকাল ৮টায় ভিয়েতনামের প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পমাল্য অর্পণ করবেন। সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হবে।

দুপুর আড়াইটায় হোটেল সোনারগাঁওয়ে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ভিয়েতনাম প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন।

বিকেল পৌনে চারটায় জাতীয় সংসদ কমপ্লেক্স পরিদর্শন করবেন ত্রান দাই কুয়াং। সেখানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে স্বাগত জানাবেন।

সন্ধ্যা সাড়ে সাতটায় ভিয়েতনামের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাত করবেন। এরপর তার সম্মানে দেয়া নৈশভোজে অংশ নেবেন।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দল হোটেল সোনারগাঁওয়ে প্রেসিডেন্ট কুয়াংয়ের সাথে সাক্ষাত করবে। এর পর তিনি ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরামের একটি বৈঠকে যোগ দেবেন।

ভিয়েতনামের প্রেসিডেন্ট মঙ্গলবার দুপুর ৩টায় ঢাকা ছেড়ে যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।

বাংলাদেশ সফরকালে ভিয়েতনামের প্রেসিডেন্টের সাথে একটি বড় বাণিজ্যিক প্রতিনিধি দল থাকবে। দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ শত কোটি ডলারে উন্নীত করতে আগ্রহী। ২০১৬ সালে এর পরিমাণ ছিল প্রায় ৬১ কোটি ডলার। বাংলাদেশ মূলত ওষুধ ও তৈরি পোশাক শিল্পের কাঁচামাল ভিয়েতনামে রফতানি করে। আর আমদানি করে লোহা, কাপড়, প্লাস্টিক ও ইলেক্ট্রোনিক সামগ্রী।

প্রেসিডেন্ট আবদুল হামিদ ২০১৫ সালের আগস্টে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই বছর নভেম্বরে এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরী গত বছর জুলাইতে ভিয়েতনাম সফর করেছেন।

দেশীনিউজ/আব্দুর রাজ্জাক

বিশ্ব সংবাদ