Floating Facebook Widget

খেলনা দেখিয়ে কোটিপতি ছয় বছরের রায়ান - Deshi News

১৪ ডিসেম্বর ২০১৭,বৃহস্পতিবার,দেশীনিউজইউটিউবে খেলনা দেখিয়ে রায়ান যতটা মজা করতে পারে, তা দেখে হিংসা হবে যে কোন ছেলের। আর তার ব্যাংক ব্যালান্স দেখে ঈর্ষান্বিত হবে যে কোন প্রাপ্তবয়স্ক মানুষ।

ছয় বছরের রায়ান একজন ইউটিউব স্টার। তার কাজ ইউটিউবে নতুন নতুন খেলনার মোড়ক খোলা। কেবল এই কাজ করেই গেল বছর রায়ান আয় করেছে এক কোটি দশ লাখ ডলার।

ইউটিউবে তার চ্যানেলটির নাম 'রায়ান টয়'স রিভিউ।' নিত্য নতুন খেলনার মোড়ক খোলার পর রায়ান সেসব নিয়ে খেলছে এরকম ভিডিওই সেখানে দেখানো হয়।

বিজনেস ম্যাগাজিন 'ফোর্বস' এর হিসেবে রায়ান হচ্ছে সবচেয়ে বেশি আয় করা ইউটিউব স্টারদের একজন। তার অবস্থান এখন আট নম্বরে।

২০১৫ সালে প্রথম ইউটিউবে রায়ানের ভিডিও আপলোড করা হয়েছিল। এ পর্যন্ত ইউটিউবে তার ভিডিওগুলি দেখা হয়েছে ১ হাজার ৭০০ কোটি বার।

দেশীনিউজ/আফতাফ উদ্দিন 

বিনোদন