Floating Facebook Widget

৩ দিন ব্যাপী শুরু হচ্ছে শেখ রাসেল শিশু চিত্রাংকন উৎসব - Deshi News

১১ অক্টোবর ২০১৭,বুধবার,দেশীনিউজঝিনাইদহে আগামী ১৩ অক্টোবর শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী শেখ রাসেল শিশু চিত্রাংকন উৎসব। শেখ রাসেলের ৫৩ তম জন্ম জয়ন্তি উপলক্ষে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আসাফোর জেলা সভাপতি একরামুল হক লিকু লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আগামী ১৩ তারিখ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিনদিন ব্যাপি কেন্দ্রীয় শহিদ মিনারে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ চিত্রাংকন প্রতিযোগিতায় জেলার কয়েক’শ শিশুরা উপস্থিত হবেন বলে তিনি লিখিত বক্তব্য উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশীনিউজ/ঝিনাইদহ প্রতিনিধি/জাহিদুর রহমান তারিক

জেলা সংবাদ