Floating Facebook Widget

মাছ ধরতে গিয়ে মৃত্যু! - Deshi News

১২ আগস্ট ২০১৭,শনিবার,দেশীনিউজ: চিংড়ি মাছ ধরতে গিয়েই প্রাণ হারালেন এক সাঁতার প্রশিক্ষক। প্রাথমিক তদন্তে এমনটাই সন্দেহ করছে পুলিশ।

ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের।

ওই সাঁতার প্রশিক্ষকের নাম কাজল দত্ত। ২০ ঘণ্টা তল্লাশির পর আজ শনিবার ভোর রাত সাড়ে ৩ট্য় তার লাশ উদ্ধার করা হয়।

তার পিঠে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে।

জানা গেছে. শুক্রবার সকাল ৭টার দিকে কলেজ স্কোয়্যার সুইমিং পুলে নামেন কাজল দত্ত। তারপর থেকেই নিখোঁজ।

দিনভর ডুবুরিরা তল্লাশি চালায়। শেষে ভোর রাতে লাশ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, প্ল্যাটফর্মের নিচে চিংড়ি মাছ খুঁজতে ঢুকেছিলেন কাস্টমসের সাবেক কর্মী কাজল দত্ত। দম বন্ধ হয়ে সেখানে আটকে পড়েন তিনি। বেরিয়ে আসার চেষ্টা করায় কাঠের খোঁচা লাগে তার পিঠে। কিন্তু বেরিয়ে আসা সম্ভব হয়নি। দম বন্ধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান।

দেশীনিউজ/শফিকুল ইসলাম

অন্যান্য খবর