Floating Facebook Widget

হবিগঞ্জের দ্রুত পানি বাড়ছে : খোয়াইতে বিপদসীমা অতিক্রম - Deshi News

১২ আগস্ট ২০১৭,শনিবার,দেশীনিউজ: টানা বর্ষণ, পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি দ্রুত গতিতে বেড়ে চলেছে। শুক্রবার রাত ১০টায় খোয়াই নদীর পানি বিপদ সীমার ৯০ সেন্টিমিটার বেশি ছিল সকাল ৯টায় তা বেড়ে হয়েছে ১৯৫ সেন্টিমিটার।

হবিগঞ্জের জেলা প্রশাসন, শহরবাসীকে সতর্ক থাকার জন্য শনিবার সকালে মাইকিং করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুণর্বাসন শাখায় মনিটরিং অফিস চালু করা হয়েছে।
শুক্রবার রাতে হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, এডিসি জেনারেল এমরান হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজাহারুল ইসলাম খোয়াই নদীর তেতৈয়া এলাকায় বাধ পরিদর্শন করেন। রাতেই তারা সার্কিট হাউসে জরুরি সভায় মিলিত হন।
জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, খোয়াই নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছিল এখন তা কমছে। তিনি শহরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের অনুরোধ করেন। শহরের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক তলার ওপর ভবন রয়েছে সেগুলোতে সম্ভাব্য আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে

দেশীনিউজ/দুলাল হোসেন/ ইস্টাফ রিপোর্টার

জেলা সংবাদ