Floating Facebook Widget

আমিরাতের ইয়েমেনে হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহত ৮ - Deshi News

১২ আগস্ট ২০১৭,শনিবার,দেশীনিউজ: ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্ল্যাক হ’ক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট এবং কোপাইলটসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার ক্রু।

শুক্রবার শাবওয়াহ প্রদেশের আর রাওদা জেলার আমকিল অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি বলেছেন, ইয়েমেনে অভিযান চালিয়ে ফেরার পথে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ায় এটি জরুরি অবতরণ করছিল। আহতদের কারো অবস্থায় মারাত্মক নয় বলেও জানান তিনি।

সূত্র: বিবিসি

বিশ্ব সংবাদ