Floating Facebook Widget

বিয়ের আসরেই স্বামীর মাথায় পিস্তল ঠেকিয়ে জেলে গেলেন মার্কিন নববধূ - Deshi News

০২ আগস্ট ২০১৭,বুধবার,দেশীনিউজ: যুক্তরাষ্ট্রের টেনেসি থেকে ২৫ বছর বয়সী কেট এলিজাবেথ প্রিচার্ড নামের এক নববধূকে আটক করেছে সেখানকার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ- বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই স্বামীর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন তিনি। এ ঘটনায় আটক হওয়ার সময়ও তিনি বিয়ের পোশাক পরিহিত ছিলেন।
 
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানের এক পর্যায়ে এলিজাবেথ একটি নাইন এমএম পিস্তল তার স্বামীর মাথায় ঠেকান এবং ট্রিগার চাপেন। তবে ভাগ্য সহায় ছিলো যে পিস্তলে তখন কোনো গুলি ছিলোনা। অবশ্য পরে তিনি আবার গুলি ভরেন পিস্তলে ও ফাঁকা গুলি ছুঁড়লে উপস্থিত লোকজন ভয়ে পালাতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের অনেকের অভিযোগ নবদম্পতি মদ্যপান করছিলো এবং মোটেলের বাইরে নিজেদের মধ্যে ঝগড়া করছিলো।
পুলিশ কর্মকর্তারা তাদের দুজনের বিরুদ্ধেই কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতার অভিযোগ এনেছেন। একজন কর্মকর্তা বলেন, ‘তিনি বিয়ের পোশাকের মধ্যে লুকিয়ে রাখা পিস্তল বের করে তার স্বামীর মাথায় ঠেকান।’ পরে নববধূকে জেলে নেয়া হয় বলেও নিশ্চিত করেছে পুলিশ। বিবিসি।

প্রকৃতি রহস্য