Floating Facebook Widget

ইসলামী ব্যাংক খুলনা ও যশোর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত - Deshi News

১৩ জুলাই ২০১৭,বৃহস্পতিবার,দেশীনিউজ: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা ও যশোর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১২ জুলাই ২০১৭, বুধবার খুলনার স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা। এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মোঃ ইয়াহিয়া। আরো বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম, খুলনা জোনপ্রধান মোঃ মাকসুদুর রহমান ও যশোর জোন প্রধান মোঃ মিজানুর রহমান। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, খুলনা ও যশোর জোনের শাখাপ্রধান এবং  শাখাসমূহের নির্বাচিত অফিসারগণ এসময় উপস্থিত ছিলেন।

মোঃ আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক শরীআহ্ নীতি পরিপালনে বদ্ধপরিকর। ব্যাংকের সকল কার্যক্রম পরিচালনায় শরীয়াহ্ নীতি পরিপালনে কঠোর নীতি অবলম্বনে তিনি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের প্রতি মানুষের সমর্থনটাই এ ব্যাংকের বড় শক্তি। 

দেশিনিউজ/হুমাইউন কবির


অর্থ ও বাণিজ্য