Floating Facebook Widget

দিনাজপুর লায়ন্স ক্লাব নব-নির্বাচিত ২০১৭-২০১৮ মেয়াদে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত - Deshi News

১২ জুলাই ২০১৭,বুধবার,দেশীনিউজ: নব-নির্বাচিত ২০১৭-২০১৮ মেয়াদে প্রেসিডেন্ট লায়ন জামিল আহমেদ ভোলা ও সেক্রেটারী লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না লায়ন্স ক্লাব দিনাজপুরের দায়িত্বভার গ্রহণ করলেন।  
গত ১০ জুলাই রাত ৯টায় ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত লায়ন্স ক্লাব দিনাজপুর এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০১৬-২০১৭ মেয়দে লায়ন্স ক্লাব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন ইকবাল আহমেদ ডন, সাবেক প্রেসিডেন্ট এমজেএফ লায়ন আলহাজ¦ ফরিদুল ইসলাম, এমজেএফ আলহাজ¦ লুৎফর রহমান মিন্টু, রেজোয়ান হোসেন চৌধুরী রানা। অন্যান্য লায়নদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন শাহেদ রিয়াজ পিম, আলহাজ¦ মোকাররম হোসেন খান, সাইদুর রহমান ও মোকাররম হোসেন প্রমুখ। 

দেশীনিউজ/দিনাজপুর প্রতিনিধি/এন.আই.মিলন


মিডিয়া