Floating Facebook Widget

গাদ্দাফির সঙ্গে ক্যাটরিনা, ১৫ বছর আগের গল্প! - Deshi News

১১ জুলাই ২০১৭,মঙ্গলবার,দেশীনিউজ: লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পাশে বসে রয়েছেন ক্যাটরিনা কাইফ। হ্যাঁ, ঠিকই দেখছেন। তার পাশে বসে কী করছিলেন বলিউড নায়িকা? ছবি বা কোথা থেকে এলো?
 
বলিউডে ক্যারিয়ার শুরুর আগে মডেলিং করতেন ক্যাটরিনা। লিবিয়ায় একটি ফ্যাশন শো-তে গিয়ে প্রায় ১৫ বছর আগে তৎকালীন শাসক গাদ্দাফির সঙ্গে ছবি তুলেছিলেন নায়িকা। সেই ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
 
ছবিটি পোস্ট করেছেন মডেল শমিতা সিং। তিনিও ওই শো-এ ক্যাটরিনার সঙ্গে অংশ নিয়েছিলেন। ছবিতে রয়েছেন নেহা ধুপিয়া, অদিতি গোভিত্রিকর এবং আঁচল কুমারের মতো এক সময়ের প্রথম সারির মডেলরাও।

শমিতা লিখেছেন, প্রায় ১৫ বছর আগে আমরা সকলে একটি ফ্যাশন শো-এ লিবিয়া গিয়েছিলাম। মিস্টার গাদ্দাফির সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। সে‌ই ট্রিপটার কথা মনে আছে?
 
যদিও পরে ইনস্টাগ্রাম থেকে পোস্টটি সরিয়ে নিয়েছেন শমিতা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশীনিউজ/এম

বিনোদন