Floating Facebook Widget

আসছে বাংলা ছবিতে সানি লিওন - Deshi News

১১ জুলাই ২০১৭,মঙ্গলবার,দেশীনিউজ: হলিউড ও বলিউডের পর এবার বাংলা সিনেমায় দেখা যাবে সানি লিওনকে। খুব শিগগিরই স্বপন সাহা পরিচালিত আগামী ছবিতে একটি আইটেম গানে দেখা মিলবে সানি লিওনের।

 কলকাতা টোয়েন্টিফোর সেভনের খবরে বলা হয়, প্রভু দেবার কোরিওগ্রাফিতে আইটেম গানের নাচিয়ে হিসেবে দেখা যাবে সানি লিওনকে। এর আগে বলিউডের বহু ছবিতে আইটেম গানের ডান্সার হিসেবে তাকে দেখা গেলেও এবারই প্রথম বাংলা ছবিতে দেখা যাবে তাকে।

সিনেমার জগতে সানি লিওন পা রাখেন ‘জিসম ২’ এর মাধ্যমে। এর আগে একটি টেলিভিশন শো-য়ের মাধ্যমে ভারতের বিনোদন জগতে আত্মপ্রকাশ ঘটে সানির। চলতে বছরের শুরুতে একটি বিনোদন কেন্দ্রে তার অনুষ্ঠান দর্শকদের মন কাড়ে।

এবার দেখার বিষয় বাংলা সিনেমা জগৎ কতটা মাতাতে পারেন হলিউড-বলিউডের অভিনেত্রী, মডেল ও সাবেক পর্নস্টার সানি লিওন।

দেশীনিউজ /জেএ

বিনোদন